ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের নিচে নামলো বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটে বড় একটা ধাক্কা দিয়েছে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে পরাজয়। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যাওয়ার পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে এসেছে ৯ নম্বরে, যেখানে আফগানিস্তান উঠে এসেছে ৮ নম্বরে। এই পরিবর্তনের মধ্য দিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশকে পেছনে ফেলেছে আফগানরা।

আইসিসি’র সাম্প্রতিক র‍্যাঙ্কিং হালনাগাদের আগ পর্যন্ত বাংলাদেশ ছিল ৮ নম্বরে, আর আফগানিস্তান ছিল ৯-এ। সিরিজ শুরুর সময় বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬, আর আফগানিস্তানের ৮৪। তবে সিরিজ জয়ের পর আফগানিস্তানের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৫-তে, যা এখন বাংলাদেশের সমান। ভগ্নাংশের অল্প ব্যবধানে পিছিয়ে থাকায় ৯ নম্বরে নেমে গেছে বাংলাদেশ।

বাংলাদেশের জন্য এই র‍্যাঙ্কিং পেছানোর খবরটি বেশ হতাশাজনক, কারণ ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটেই বাংলাদেশের মূল শক্তি বলে বিবেচিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে টানা সিরিজ পরাজয়ে দলের পারফর্ম্যান্সে নেমেছে ধস। এর মধ্যে আফগানিস্তান ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে নিজেকে নতুন উচ্চতায় তুলে আনছে। মে মাসে বাংলাদেশ থেকে ৬ পয়েন্টে পিছিয়ে থাকলেও, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় আফগানদের র‍্যাঙ্কিংয়ে ওপরে উঠতে সাহায্য করেছে।

বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত (১১৮ পয়েন্ট), এরপর যথাক্রমে অস্ট্রেলিয়া (১১৩) ও পাকিস্তান (১০৯)।

Exit mobile version