শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। তবে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না এ পেসারের। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তিনি। ফলে তাকে দেশে ফিরে যেতে হবে।
নিউজিল্যান্ডের দলের দলীয় কোচ বলেছেন, তার হাতের স্ক্যান করতে হবে। ওয়ানডে সিরিজ তাকে হারিয়ে আমাদের বড় ক্ষতি হয়ে গেল।
ফার্গুসনের পরিবর্তে দলে আসছেন অ্যাডাম মিলনে। কোচ গ্যারি স্টিড বলেন, ফার্গুসনের পরিবর্তে মিলনে দলে আসছে। সে অভিজ্ঞ এবং তার বলে যথেষ্ঠ গতি রয়েছে। আমার এখন তার জন্য অপেক্ষা করছি।’
বুধবার থেকে ডাম্বুলায় শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজ এটি। টি-টোয়েন্টি সিরিজ ১-১ ম্যাচে সমতায় শেষ হয়। প্রথম ম্যাচে জয়ী শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচেও জয়ের অবস্থানে ছিল। কিন্তু লকি ফার্গুসনের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা ৫ রানে হেরে যায়।