অবশেষে গুঞ্জন সত্যি হল। নানা বিতর্কের কারণে এবার বাংলাদেশ ওয়ানডে দল থেকে সাকিবকে ছেঁটে ফেললো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। একই সাথে ওয়ানডে দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তার পরিবর্তে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ শেষে আগামী ৮ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আর ক্যারিবিয়ান সফরে ওয়ানডে সিরিজে ফেরার ঘোষণা দিয়েছিলেন সাকিব কিন্তু না! সাকিবকে ছাড়াই ছাড়াই উইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমেটি। সাকিব যে ওয়ানডে দলে থাকছে না। তা কয়েক দিন আগে থেকেই মিরপুরে গুঞ্জন ছিল।
অবশেষে তাই সত্যি হল। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের ক্যারিয়ার অনেক সমাপ্তির পথে। সাকিব ছাড়াও ওয়ানডে দলে নেই একাধিক অভিজ্ঞ তারকা ক্রিকেটার। সেই তালিকায় আছেন নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়।
অবশ্য তারা সবাই চোটের কারণে দলে সুযোগ পায়নি। চোট কাটিয়ে গত কয়েক দিন ধরেই ফেরার লড়াই করছিলেন শান্ত। কিন্তু না। চোট থেকে পুরো ফিট না হওয়ায় ওয়ানডে দলে রাখা হয়নি শান্তকে। একই কারণে দলে নেই তরুণ তাওহিত হৃদয়।
অন্য দিকে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। যে কারণে ওয়ানডে স্কোয়াড সাজাতে ভালোই বেগ পেতে হয়েছে বিসিবি। তাই ১৫ সদস্যের দলে এক ঝাক তরুণ ক্রিকেটারকে নিয়ে ওয়ানডে দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
অন্যদিকে সাতমাস পর ওয়ানডে দলে ফিরছেন লিটন দাস। মুশফিকের অভাব আপাতত লিটনকে দিয়ে পূরণ করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এছাড়া তরুণদের মধ্যে রয়েছেন জাকির হাসান, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা।
আর দলে ফিরেছেন আফিফ হোসেন। মুস্তাফিজের বিকল্প হিসেবে জুনিয়র তানজিম হাসান সাকিবের ফেরানো হয়েছে। এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন সৌম্য সরকার।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে শেষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ৬ ডিসেম্বর। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডঃ মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা