টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার অনন্য কীর্তি গড়েছে বাংলাদেশ। আজ ভোরে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক দলকে ৮০ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ এই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন সাফল্য পেল টাইগাররা।
সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট হাতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশের এই সংগ্রহে সবচেয়ে বড় অবদান ছিল জাকের আলীর। ৪১ বলে ৭২ রান করেন তিনি। জবাবে স্বাগতিক দল ১৬.৪ ওভারে ১০৯ রানে অল আউট হয়।
ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি ছিল মান বাঁচানোর লড়াই। কিন্তু বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ম্যাচ জয়ের সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যায়। কেননা ১৯০ রান তাড়া করে জয় পাওয়াটা স্বাগতিক দলের জন্য কঠিন ছিল। বাংলাদেশের বোলাররা তা হতেও দেননি। ইনিংসের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ওপর ঝাঁপিয়ে পড়েন টাইগার বোলাররা। একের পর এক এক উইকেট তুলে নেন তাসকিন আহমেদ ও মাহেদি হাসানরা। ফলে এক পর্যায়ে তারা মাত্র ৬০ রানে ৬ উইকেট হারায় স্বাগতিক দল। ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড ছিলেন সর্বোচ্চ সংগ্রাহক। ৩৩ রান করেন তিনি।
বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন রিশাদ হোসেন। ৩ উইকেট শিকার করেন তিনি। তাসকিন ও মাহেদি দুটি করে উইকেট নেন।
এর আগে বাংলাদেশ জাকের আলীর ঝড়ো ইনিংসের ওপর ভর করে নির্ভরযোগ্য সংগ্রহ দাঁড় করায়। মাত্র ৪১ বলে তিনি ৭২ রান করেন। তার পাশাাশি পারভেজ হোসেন ইমন করেছিলেন ২১ বলে ৩৯ রান। মিরাজের সংগ্রহ ছিল ২৩ বলে ২৯ রান।