চূড়ান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ সিরিজের সময়সুচী। চলতি মাসেই তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজকে বিসিবির প্রেস রিলিজে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়সুচী প্রকাশ করা হয়েছে।
ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। সিরিজের পরের দুটি ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ১ টা ৩০ মিনিটে ।
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৭ ও ২৯ অক্টোবর এবং ৩১ অক্টোবর। এই সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬ টার সময়।
শারজায় নেপালের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলার পর চলতি মাসে আহমেদাবাদ ও দিল্লিতে ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলার পরই বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে খেলার পর দুই মাসের সফরে নিউজিল্যান্ডে যাবে দলটি। সেখানে ৫টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ৩টি টেস্ট খেলবে ক্যারিবীয়রা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















