ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা

টেস্ট ক্রিকেটের দুই যুগ পূর্ণ করেছে বাংলাদেশ ক্রিকেট! কিন্তু এখনও টেস্টে নিজেদের সেভাবে মিলে ধরতে পারছেনা টাইগাররা। কয়েক দিন আগেই পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ।

কিন্তু না! এরপর ভারতের মাটিতে টেস্টে ব্যর্থতার পর ঘরের মাঠেও জিততে পারেনি স্বাগতিকরা। নিজেদের মাঠে লজ্জার ব্যাটিংয়ে সমালোচনার মুখে পড়ে নাজমুল হোসেন শান্তর দল। এবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই টেস্টে খেলতে সোমবার সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজে উড়াল দিচ্ছে টেস্ট দলের সদস্যরা। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা ক্রিকেটাররা সেখান থেকেই উড়াল দেবে দেবেন ক্যারিবিয়ানে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগামী ২২ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর জ্যামাইকার স্যাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ নভেম্বর। এর আগে আগামী শুক্রবার থেকে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ওয়ানডে সিরিজের সব ম্যাচ সেন্ট কিটসে। আর সেন্ট ভিনসেন্টে হবে বিশ ওভারের সিরিজ।

Exit mobile version