ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে সোমবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে যেন নিজেকে বিশ্বের কাছে ক্রিকেটের নেক্সট সুপারস্টার হিসেবে পরিচয় করালো ইংল্যান্ড ক্রিকেটের নতুন এক পেস তারকা। মাত্র ২১ বছর বয়সী ফাস্ট বোলার সনি বেকার নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে তুলে নিলেন দারুণ এক হ্যাটট্রিক, যা মুহূর্তেই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
দ্যা হান্ড্রেডে গত সোমবার রাতের ম্যানচেষ্টার অরিজিনাল বনাম নর্দান সুপারচার্জার্সের ম্যাচে, অরিজিনালসের ১৭১/৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সুপারচার্জার্স থেমে যায় মাত্র ১১৪ রানে। এই ভরাডুবির পেছনে মূল ভূমিকা রাখেন বেকার।
তার হ্যাটট্রিকের শুরু অভিজ্ঞ ডেভিড মালানকে (১৯) দিয়ে, যাকে তিনি ইনিংসের ৫০তম বলে আউট করেন। এরপর একই স্পেলে টম লজ (৪) ও জ্যাকব ডাফিকে (০) ফেরান তিনি, পূর্ণ করেন ক্যারিয়ারের স্বপ্নময় মুহূর্ত। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দাঁড়ায় ৩ উইকেটের বিনিময়ে ২১ রান, হাতে তখনও তিন বল বাকি। কিন্তু তখন অল-আউট হয়ে যায় সুপারচার্জার্স।
দ্য হানড্রেডের ইতিহাসে বেকার মাত্র চতুর্থ বোলার, যিনি হ্যাটট্রিক করলেন। তার আগে এই কীর্তি গড়েছেন টাইমাল মিলস (২০২১), ইমরান তাহির (২০২৩) ও স্যাম কারান (২০২৪)।
ডেভনের সন্তান বেকার ইংল্যান্ড ক্রিকেটের জন্য এক নতুন আশার নাম। কাঁচা গতি, বলকে দুই দিকেই সুইং করানোর ক্ষমতা ইতোমধ্যে তাকে ব্যাটসম্যানদের আতঙ্কে পরিণত করেছে।
সোমারসেট, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও ইংল্যান্ড লায়ন্সের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর জায়গা করে নিয়েছেন অরিজিনালসে। মজার বিষয়, ২০২২ সালে দ্য হানড্রেড দিয়েই হয়েছিল তার প্রফেশনাল টি-টোয়েন্টি অভিষেক।
এখন পর্যন্ত ১৯ টি-টোয়েন্টি খেলায় বেকারের শিকার ২২ উইকেট, গড় ২৪.৮১। আরও উল্লেখযোগ্য বিষয় হলো—হ্যাটট্রিক করার মাত্র দুই দিন আগে সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ড দলে ডাক পান তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২২, আর লিস্ট ‘এ’ ম্যাচে শিকার ১৯। এই অভিজ্ঞতা নিয়েই এবার জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় তরুণ এই পেসার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















