পাকিস্তান জাতীয় দলের তারকা অলরাউন্ডার ও টি–টোয়েন্টি সহ-অধিনায়ক শাদাব খান প্রথমবারের মতো বাবা হয়েছেন। স্ত্রী মালাইকার কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যাসন্তান।
শনিবার ইনস্টাগ্রামে এই সুখবর ভাগ করে নেন শাদাব। তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রথম সন্তান হিসেবে এক সুন্দর কন্যাসন্তান দান করেছেন। এই অনুগ্রহের জন্য যথাযথ কৃতজ্ঞতা প্রকাশের মতো শব্দ খুঁজে পাচ্ছি না। আমাদের নতুন যাত্রার জন্য দোয়া করবেন।”
এদিকে মেয়ের বাবা হওয়ার আনন্দে সমান উচ্ছ্বসিত শাদাবের শ্বশুর ও পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সবচেয়ে বড় আশীর্বাদ এসে গেছে— আলহামদুলিল্লাহ, আমি এখন আনুষ্ঠানিকভাবে দাদু! হৃদয়টা আগের চেয়ে আরও পূর্ণ মনে হচ্ছে। নাতনির সঙ্গে গল্প, খুনসুটি আর আদরের মুহূর্তগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
উল্লেখ্য, ২০২৩ সালে সাকলায়েন মুশতাকের মেয়ের সঙ্গে নিকাহ সম্পন্ন করেন শাদাব। সেই সময় তিনি টুইটারে লিখেছিলেন— “আলহামদুলিল্লাহ, আজ আমার নিকাহ হলো। জীবনের নতুন অধ্যায়ের শুরু। আমার, আমার স্ত্রী ও পরিবারের সিদ্ধান্তকে সবাই সম্মান করবেন।”
শাদাব–মালাইকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। অভিনন্দন বার্তায় ভেসেছেন তিনি। শুভেচ্ছা জানানোদের মধ্যে রয়েছেন আজম খান, সরফরাজ আহমেদ ও আজহার আলী।
