করাচি থেকে সরে গেলো বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট

দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত বদলে এবার ভেন্যু পাল্টে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভেন্যু সরিয়ে নেয়া হয়েছে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম থেকে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টও হবে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত পুরো সিরিজটিই হবে রাওয়ালপিন্ডিতে। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাঠটি প্রস্তুত হওয়ার সম্ভাব্য সময়ের ব্যাপারে আমরা নির্মাণ বিশেষজ্ঞদের থেকে জানতে পেরেছি। তারা জানিয়েছিল, খেলা চলাকালেও নির্মাণকাজ চলতে পারে। তবে, সৃষ্ট শব্দ দূষণে ব্যাঘাত ঘটতে পারে ক্রিকেটারদের। এছাড়া ধুলাবালির কারণে ক্রিকেট, অফিসিয়াল, ব্রডকাস্টার ও সংবাদকর্মীদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ‘

প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ আগস্ট। ৩০ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Exit mobile version