বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের প্রিয় খেলোয়াড় কে—এটা আর আলাদা করে বলার প্রয়োজন নেই। আর্জেন্টিনার জার্সি গায়ে কিংবা বিশ্বকাপের সময় লিওনেল মেসির জন্য সমর্থন জানাতে বহুবার দেখা গেছে তাকে।
কিন্তু আগামী ডিসেম্বরেই সেই চিত্রটা বদলে যেতে পারে। কোটি ভক্ত যার খেলা দেখতে অপেক্ষা করে, সেই সাকিবই হয়তো তখন পরিণত হবেন একজন সাধারণ ভক্তে। কারণ কলকাতায় মেসির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছে তার। শুধু দেখা নয়, সবকিছু ঠিকঠাক থাকলে একসঙ্গে ক্রিকেটও খেলতে পারেন দুই মহাতারকা।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরে ভারতে আসবেন মেসি। মুম্বাই, দিল্লি আর কলকাতায় অনুষ্ঠিত হবে তার সফরের নানা অনুষ্ঠান। এর মধ্যে তিনটি ভেন্যুতেই সেভেন-এ-সাইড ক্রিকেট ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে। সেই ম্যাচগুলোতে মেসির সঙ্গী হবেন শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির মতো কিংবদন্তিরা। কলকাতায় যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেটির নাম রাখা হতে পারে “গোট কাপ”।
বাংলাদেশি সমর্থকদের বাড়তি উচ্ছ্বাসের কারণ—সে ম্যাচে সাকিবকেও অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন আয়োজকরা। কলকাতার ক্রিকেট সংগঠক শতদ্রু দত্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “মেসিকে কলকাতায় আনার চেষ্টা করছি ডিসেম্বরের ১৫ তারিখে। আমরা জানি সাকিব বড় মেসি ফ্যান। তাই চেষ্টা করছি যেন সাকিব ওই ম্যাচে খেলতে পারে এবং মেসির সঙ্গে দেখা হয়।”
মেসির কলকাতা সফরে আরও কিছু আয়োজনও থাকবে। শিশুদের নিয়ে একটি ফুটবল কর্মশালা এবং একটি ফুটবল ক্লিনিক উদ্বোধনের পরিকল্পনাও করা হয়েছে।
তবে শেষ পর্যন্ত সবই নির্ভর করছে মেসির সূচির ওপর। এর আগে অক্টোবর মাসে আর্জেন্টিনার হয়ে ভারতের কেরালায় দুটি ম্যাচ খেলার কথা থাকলেও আপাতত সেই উদ্যোগ পিছিয়ে গেছে। তাই ডিসেম্বরের সফরও এখনো নিশ্চিত হয়নি।
