কানপুরে বৃষ্টি, দ্বিতীয় দিনের খেলা অনিশ্চিত!

বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টি হানা দিয়েছে। সকাল সাড়ে ৯টায় খেলার শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে এখনও খেলা শুরু হয়নি। প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে দ্বিতীয় দিন ত্রিশ মিনিট আগে শুরু হওয়ার কথা ছিল খেলা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা ৩০ মিনিটেও খেলা শুরু হয়নি। বৃষ্টির কারণে খেলা শুরু নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। লাইভ ব্রডকাস্টে দেখা যাচ্ছে, ক্রমেই বাড়ছে বৃষ্টি। তাই শুরুতে উইকেট ও এর আশপাশ ঢাকা থাকলেও, ধীরে ধীরে পুরো মাঠ কভার দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।

এর আগে বৃষ্টির বাগড়ায় প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। এতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আশার প্রতীক হয়ে একপ্রান্ত আগলে রেখেছেন মুমিনুল হক, সঙ্গ দিছেন মুশফিকুর রহিম। কানপুরের গ্রিন পার্কে ৩ উইকেটে ১০৭ রানে দ্বিতীয় দিনের খেলা শুরুর কথা মুশফিক ও মুমিনুল। ৭ চারে ৮১ বলে ৪০ রান করেছেন মুমিনুল। ১৩ বলে ৬ রান মুশফিকের। দুজনের অবিচ্ছিন্ন জুটি ২৭ রানের।

Exit mobile version