চেন্নাই টেস্টে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারানোর পরেই কানপুরে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছিলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যেখানে পুরো দল ছিলো অপরিবর্তিত। সাথে গুঞ্জন ছিলো লোকেশ রাহুলের বদলে একাদশে জায়গা পাচ্ছেন সরফরাজ খান।
সেটা আর হচ্ছে না। রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন মুম্বাই দলে ছিলেন সরফরাজ খান। তাকে সেই দলের হয়ে খেলতে হবে ইরানি কাপ। কিন্তু শুধু সরফরাজ খানই না, ইরানি কাপের জন্য ভারতের কানপুর টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়ছেন আরও দুই তারকা।
উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুড়েল এবং পেসার ইয়াশ দয়ালকেও একই ম্যাচের জন্য ডেকে নেয়া হয়েছে। তবে তারা মুম্বাই দলে থাকছেন না। সরফরাজদের প্রতিপক্ষ ‘রেস্ট অব ইন্ডিয়া’ দলের হয়ে খেলবেন জুড়েল এবং দয়াল।