এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে জয়ের মুখ দেখলো পাকিস্তান ক্রিকেট দল। স্বাগতিক যুক্তরাষ্ট্র ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারায় পাকিস্তান।
নিউ ইয়র্কের আলোচিত সমালোচিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১০৬ রানের সংগ্রহ পায় কানাডা। জবাবে ১৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় বাবর আজমের দল।
মোহাম্মদ রিজওয়ানের হাফসেঞ্চুরিতে সহজ জয় আসলেও দলীয় ২০ রানে সাইম আইয়ূব আউট হন ব্যক্তিগত ৬ রান করে।
দ্বিতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়ার পর দলীয় সংগ্রহকে ৮৩ তে নিয়ে নিয়ে গিয়ে আউট হন বাবর আজম। ৩৩ বলে ৩৩ রান করেন পাকিস্তান অধিনায়ক।
দলের জয় যখন সময়ের ব্যাপার মাত্র তখন দলীয় ১০৪ রানে ফেরেন চার করা ফখর জামান। উইকেটে এসে প্রথম বলেই ডাবলস তুলে নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন উসমান খান। অন্যপ্রান্তে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৫৩ রানে।