বিশ্বকাপে টিকে থাকার জন্য কানাডার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জয়ের জন্য ১০৭ রানের টার্গেট পেলো পাকিস্তান ক্রিকেট দল।
আলোচিত সমালোচিত নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কানাডাকে শুরুতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
পাকিস্তানী বোলারদের নিয়ন্ত্রণ বোলিংয়ের বিপরীতে ওপেনার অ্যারোন জনসন একপ্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্ত দিয়ে আসা-যাওয়া চলমান ছিলো।
১৪তম ওভারের তৃতীয় বলে দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে অ্যারোন আউট হওয়ার সময় কানাডার রান ছিলো ৭৩। এর মধ্যে জ্যামাইকান ব্যাটার অ্যারোনের রান ছিলো ৫২।
অধিনায়ক সাদ বিন জাফরের ব্যাটে এসেছে ১০ রান।
২০১০ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা সানা কলিমের ব্যাটে আসে অপরাজিত ১৩ রান সব মিলিয়ে ৭ উইকেটে ১০৬ রানের সংগ্রহ পায় কানাডা।