কামিন্স নন আইপিএলে সবচেয়ে দামি মিচেল স্টার্ক

এক ঘন্টার ব্যবধানে কামিন্সকে টপকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের দামী খেলোয়াড় হয়ে গেলেন অস্ট্রেলিয় পেসার মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে কিনেছে কোলকাতা নাইট রাইডার্স, কেকেআর।

শুরুতে ঝড় তুলেছিলেন স্টার্কের জাতীয় দল সতীর্থ ও অধিনায়ক অধিনায়ক কামিন্স। ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। ঘণ্টা যেতে না যেতেই সেই বড় রেকর্ড ভেঙ্গে দিলেন মিচেল স্টার্ক।

নিলামের সময় এই পেসারকে নিয়ে কাড়াকাড়ির এক পর্যায়ে গুজরাট টাইটান্স কর্তৃপক্ষ ২০ কোটি ৫০ লাখ রুপির ডাক তোলে। এরপর ২৪ কোটি রুপি ছাড়িয়ে আরও ৫০ লাখ রুপি বাড়িয়ে ডাক দেয় গুজরাট।

কোলকাতা তখনও হাল ছাড়েনি। তাদের ডাকা ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে বিপরীতে কেউ আর হাত না তোলায় স্টার্ক হয়ে যান কেকেআরের।

কামিন্সের মতো স্টার্কেরও ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

২০১৫ সালে সর্বশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলেন মিচেল স্টার্ক। ছিলেন বিরাট কোহলির অন্যতম অস্ত্র। মোট দুই মৌসুমে ব্যাঙ্গালোরের হয়ে মিশেল স্টার্ক পেয়েছেন ৩৪টি উইকেট। খেলেন ২৭ ম্যাচ।

ফ্রাঞ্জাইজি ভিত্তিক ক্রিকেট আইপিএলে এবারের নিলাম দুবাইয়ের কোকাকোলা অ্যারিনাতে অনুষ্ঠিত হচ্ছে। সঞ্চালকের ভূমিকায় আছেন মল্লিকা সাগর। তিনিই প্রথম নারী যিনি নিলাম পরিচালনা করছেন।

Exit mobile version