পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন কারাগারে। বিভিন্ন মামলায় শাস্তি পেয়ে কারাগারে আছেন তিনি। একাধিক মামলা ঝুলছে তার নামে। সেই ইমরান খানের নামে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের একটি এনক্লোজারের নামকরণ করা হয়েছিল। মাঝে সেই নাম মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে অবশ্য সেই নাম ফিরিয়ে রাখা হয়েছে। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। সাবেক এই প্রধানমন্ত্রীর নামে পুরো একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার গান্ডাপুর ক্রীড়া বিভাগের একটি সারসংক্ষেপে স্বাক্ষর করেন মুখ্যমন্ত্রী আলি আমিন খান। সেখানেই ইমরান খানের নামে স্টেডিয়ামের নতুন নামকরণের প্রস্তাব করা হয়েছে। এখন এটি প্রাদেশিক মন্ত্রীসভায় উপস্থাপন করা হবে।
১৯৮৬-৮৭ সালে পেশোয়ারের শাহী বাগ এলাকায় অবস্থিত স্টেডিয়ামটি সে সময়ের রাষ্ট্রপতির নির্দেশনায় নির্মাণ করা হয়। শুরুতে স্টেডিয়ামের আসন সংখ্যা ছিল পাঁচ হাজার। স্থানীয় ক্রিকেটর জন্য একটি ছোট প্যাভিলিয়নসহ তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এটি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ক্রীড়া বোর্ডে স্থানান্তর করা হয়। ১৯৮৬-৮৭ সালে প্রাদেশিক সরকার এর উন্নয়ন করা হয়। ১৯৯৬ সালে বিশ্বকাপের সময় স্টেডিয়ামের সুযোগ সুবিধা বাড়ানো হয়।