তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে এক প্রকার উড়িয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার ব্রিজটাউনে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে তারা ইংল্যান্ডকে ৮ উইকেটে হারায়। ৮ উইকেটে ইংল্যান্ডের করা ২৬৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয়। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শেই হোপের দল।
ব্যাট হাতে ইংল্যান্ডকে হতাশায় ডুবিয়েছে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার ব্র্যান্ডন কিং ও কেসি কার্টি। অসাধারণ ব্যাটিং করেছেন তারা। উভয়ে দেখা পেয়েছেন সেঞ্চুরির। ওপেনার কিং করেছেন ১০২ রান। কার্টি ১২৮ রানে অপরাজিত। ২০৯ রানের পার্টনারশিপ তাদের। ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের যে কোনো উইকেটে এটা সর্বোচ্চ সংগ্রহ।
সেন্ট মার্টেন দ্বীপ থেকে আসা কার্টির এটা ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। শুধু তাই নয়, মার্টেন দ্বীপ থেকে আসা কোনো ব্যাটারেরও প্রথম সেঞ্চুরি এটি। কিংয়ের সেঞ্চুরির পরপরই তিনি সেঞ্চুরির দেখা পান। ১১৪ বলে ১২৮ রানের ইনিংসটি খেলতে তিনি ১৫টি বাউন্ডারি মেরেছেন। ইনিংসে দুটো ছিল ওভার বাউন্ডারি।
টস হরে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা ছিল খুবই লজ্জার। এক প্রান্তে ফিল সল্ট দাঁড়িয়ে থাকলেও অন্য প্রান্তে ছিল ব্যাটারদের আসা যাওয়া। যার ফলে মাত্র ২৪ রানে ৪ উইকেট হারিয়েছিল তারা। তবে সল্টের পাশাপাশি শেষ দিকে স্যাম কুরান (৪০), ড্যান মুসলে (৫৭), জেমি ওভারটন (৩২) ও জোফ্রা আরচারের ১৭ বলে ৩৮ রানে ইংল্যান্ড লড়াকু স্কোর দাঁড় করায়। সল্ট ৭৪ রান করেন। শেষ পর্যন্ত অবশ্য তাদের এ লড়াই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি।