বিসিবির কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো আরো আগেই। তবে জাতীয় নির্বাচনের কারণে তা পিছিয়ে যায়। সেই সভা অনুষ্ঠিত হচ্ছে আজ। আজ দুপুরে আলোচনায় বসবেন বোর্ড পরিচালকরা। সেখানে উপস্থাপন করা হবে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর্যালোচনা রিপোর্ট।
এতোদিন পর হতে যাওয়া এই সভায় অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। যার মধ্যে রয়েছে জাতীয় দলের নেতৃত্ব, নির্বাচক প্যানেল এবং বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন। এছাড়াও এজেন্ডাতে থাকবে জাতীয় দলের বোলিং, ব্যাটিং কোচ নিয়োগ, শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের অগ্রগতি এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি।
বিসিবি সর্বশেষ সাধারণ সভা করেছিলো গত বছরের জুন মাসে। মাঝে জাতীয় নির্বাচনের কারণে বিসিবি সংশ্লিষ্ট অনেকেই ব্যস্ত ছিলেন। নির্বাচনের পর পরিবর্তন হয়েছে অনেক কিছুই।
নতুন গঠিত সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিন ফরম্যাটে জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবির আরেক পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলও প্রথমবার সাংসদ হয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














