নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরে বসেছে শ্রীলঙ্কা। আজ অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সামনে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার সুযোগ ছিল। আর শ্রীলঙ্কার লড়াই হোয়াইট ওয়াশ এড়ানোর। নেলসনে অনুষ্ঠিত সে লড়াইয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে শ্রীলঙ্কা।
টানটান উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কা ৭ রানে জয় পেয়েছে। কুশাল পেরেরার অসাধারণ সেঞ্চুরিতে প্রথমে ব্যাট হাতে নেমে ৫ উইকেটে ২১৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২১১ রান করে। প্রথম দুই ম্যাচ জয়ের ফলে শেষ ম্যাচ হেরেও নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে।
হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে ব্যাটিং তাণ্ডব করেছেন কুশাল পেরেরা। করেছেন ক্যারিয়ার সেরা ব্যাটিং। ১০১ রান তার সংগ্রহ। মাত্র ৪৬ বলে এই রান করেন তিনি। ১৩টি চার ও চারটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।
৪৪ বলে পেরেরা সেঞ্চুরিতে পৌঁছান। কোনো শ্রীলঙ্কান ব্যাটারের এটা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি। এই সেঞ্চুরির মাঝ দিয়ে একটা কীর্তিও গড়েছেন পেরেরা। শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ রানের কীর্তি গড়েছেন। ১৬তম হাফ পঞ্চাশোর্ধ ইনিংস এটি তার। এর মাঝ দিয়ে তিনি পেছনে ফেলেন কুশাল মেন্ডিসকে। মেন্ডিস ১৫টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন।
চতুর্থ উইকেটে কুশাল পেরেরা ও চারিথা আশাঙ্কা ১০০ রান যোগ করেন। মাত্র ৪৫ বলে এই রান করেন তারা। চারিথা ২৪ বলে ৪৬ রান করেন। একটি মাত্র বাউন্ডারি তার ইনিংসে, আর ওভার বাউন্ডারি পাঁচটি।
দুই দলের মোট রান হয়েছে ৪২৯, যা এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ।
জয় না পেলেও রান তাড়া করায় অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে নিউজিল্যান্ড। প্রথম উইকেটে তারা ৮১ রান জড়ো করে। টিম রবিনসন করেন ৩৭। মাত্র ২১ বলে তিনি এ রান করেন। রাচিন রাভিন্দ্র ৩৯ বলে করেন ৬৯ রান। প্রথম উইকেটের পর নিউজিল্যান্ডের ইনিংসে একটা ধ্বস নামে। যার ফলে দারুণ সূচনা সত্ত্বেও ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ দিকে অষ্টম উইকেট জুটিতে মিচেল স্যান্টনার ও জাকারি ৪১ রানের জুটি গড়েন। টি-টোয়েন্টি ক্রিকেটে অষ্টম উইকেটে নিউজিল্যান্ডের এটা সর্বোচ্চ সংগ্রহ।