বহু টানাপোড়েন, বয়কট আর শেষ মুহূর্তের নাটকীয়তার পর অবশেষে ভোটের মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকেই উপস্থিত ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ও ভোটাররা।
তবে ভোটের আগের রাতেই এসেছে নতুন পরিবর্তন। ক্যাটাগরি–২ থেকে ফায়াজুর রহমান ভূঁইয়া শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে ক্লাব ক্যাটাগরিতে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী, যাদের মধ্যে ১২ জন হবেন বিজয়ী। নতুনভাবে তালিকায় যুক্ত হয়েছেন ইফতেখার রহমান মিঠু। অন্যদিকে বিভাগীয় ক্যাটাগরিতে আগেই ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিসিবি নির্বাচন ২০২৫: ভোটের চিত্র
মোট ভোটার: ১৫৬ জন
সরাসরি ভোট: ৯৮ জন
ই–ব্যালট ভোট: ৫৮ জন
ক্যাটাগরি অনুযায়ী ভোট বিভাজন:
ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা): মোট ভোট ৩৫, ই–ব্যালট ১৯
ক্যাটাগরি–২ (ক্লাব): মোট ভোট ৭৬, ই–ব্যালট ৩৪
ক্যাটাগরি–৩ (বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাবোর্ড ও সার্ভিসেস দল): মোট ভোট ৪৫, ই–ব্যালট ৫
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















