কে হচ্ছেন পাকিস্তানের নতুন অধিনায়ক?

পাকিস্তানের ওয়ানডে ও টি–টোয়েন্টি অধিনায়ক বাবর আজম। তবে অনিশ্চয়তায় পাকিস্তানের এই তারকা ব্যাটারের সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব পাওয়া। আসন্ন চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে তাকে অধিনায়ক হিসেবে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটাই দাবি করছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

জানা যায়, পাকিস্তান দলের অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়ক নিযুক্ত করা হতে পারে নতুন কাউকে। সন্দেহ তৈরী হয়েছে বাবরের ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়েও। যার প্রেক্ষিতে অধিনায়ক হিসেবে নিয়োগ পেতে পারেন বর্তমান সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

মোহাম্মদ রিজওয়ান যদি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন, সেক্ষেত্রে ভবিষ্যতে তাকে তিন ফরম্যাটেই অধিনায়কত্বের জন্য বিবেচনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version