কোথায় হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল?

বিশ্বকাপ ট্রফি

তিন দেশ মিলিয়ে হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। যৌথভাবে এটি আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তাতে অংশ নিবে ৪৮টি দল। 

২০২৬ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু চূড়ান্ত করতে রবিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে ডালাস কাউবয়েজের হোম গ্রাউন্ড এটি অ্যান্ড টি স্টেডিয়াম পরির্দশন করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই স্টেডিয়ামটি ছাড়াও ফাইনালের জন্য নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়াম ও আটালান্টার মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়ামে নাম বিবেচিত হচ্ছে।

টুর্নামেন্টের সার্বিক দিক পরিচালনার জন্য মিয়ামির কোরাল গেবলসে ফিফা নতুন একটি অফিসও খুলেছে।

চলতি বছরের শেষ নাগাদ ফাইনালের ভেন্যু চূড়ান্তের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version