কোনো প্রকার ঝুঁকিতে নেই মোস্তাফিজ

চলছে বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা। আজ বিরতি দিয়ে আগামীকাল আবারো মাঠে গড়াবে দেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। এরমাঝে আজ বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা পেয়েছেন এক দুঃসংবাদ। প্র্যাকটিস সেশনে অনুশীলনের সময় ম্যাথু ফোর্ডের বল মাথায় আঘাত হানায় আহত হয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান।

রক্তাক্ত মোস্তাফিজকে নেয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর সর্বশেষ খবর জানিয়েছে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। জানা গেছে মোস্তাফিজের আঘাতটা শুধুমাত্র বাইরের দিকে। অভ্যন্তরীন কোথাও চোট পাননি এই তারকা পেসার। অর্থাৎ কোনো প্রকার ঝুঁকির মাঝে থাকতে হচ্ছে না তাঁকে। এতে কিছুটা স্বস্তিই পেতে পারেন টাইগার ক্রিকেটের ভক্তরা।

ইম্পেরিয়াল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল জানিয়েছেন, ‘সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীন কোনো রক্তক্ষণ নেই। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। এছাড়া তার ক্ষতে সেলাই লাগানো হয়েছে।’

বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচে কুমিল্লার জার্সিতে মাঠে নেমেছেন মোস্তাফিজ। সেখানে তিনি তুলে নিয়েছেন ১১ উইকেট। এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং ফিগার ৩২ রানের বিনিময়ে ৩ উইকেট।

Exit mobile version