বাংলাদেশের ক্রিকেটারদের পেশাদার সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিরপুরে অ্যাডহক কমিটির বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করেন কমিটির আহ্বায়ক সেলিম শাহেদ।
এই নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম। ক্রিকেট অঙ্গনে জোর গুঞ্জন, তিনি সভাপতি পদে লড়তে পারেন। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
তামিমের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে সতীর্থ মোহাম্মদ মিঠুন গণমাধ্যমে বলেন, ‘আপনাদের এখন নির্দিষ্ট করে কোনো নাম বলতে পারব না। আমাদের মধ্যে এখনো আলোচনা চলছে। আমাদের ক্রিকেটারদের স্বার্থে যে কাজ করবে তাকেই আমরা নেতা হিসাবে মনোনয়ন দেব। দেখেন অনেকে ব্যক্তি স্বার্থে, অনেকে সবাইকে নিয়ে কাজ করে। লিডার এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে কাজ করবে। এই রকম ব্যক্তি আমরা খুঁজছি।’
তিনি আরও বলেন, ‘যিনি আমাদের সবার কথা চিন্তা করবেন। শুধু প্রিমিয়ার, প্রথম শ্রেণির লিগ না, জেলা লিগ নিয়েও ভাববেন। জেলা লিগ যে হচ্ছে না এসবে নজর দেবেন। প্রতিটি জেলায় খেলা বন্ধ, এখানে কোয়াবের দায় আছে। জেলায় যদি কোয়াবের একটা শক্ত ইউনিট থাকত, সে কিন্তু জেলা কমিশনার, জেলা ক্রীড়া কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে পারত। খেলার চালুর ব্যাপারে উদ্যোগী হতো।’
এখন দেখার বিষয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তামিম শেষ পর্যন্ত সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন কি না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















