২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ আছে ১০ নম্বরে। সরাসরি জায়গা করে নিতে হলে মেহেদি হাসান মিরাজের দলকে আরও দুই ধাপ ওপরে উঠতে হবে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারের ফলে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তবে বাকি দুই ম্যাচ জিততে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতির সম্ভাবনা এখনো বেঁচে আছে। শীর্ষ আটে জায়গা না পেলে মিরাজ-তাসকিনদের খেলতে হবে বিশ্বকাপ বাছাইপর্বে।
বাংলাদেশের মতো দলের কোয়ালিফায়ারে খেলা মোটেও মানায় না বলে মনে করেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার মতে, বাংলাদেশের জায়গা আরও ওপরে হওয়া উচিত ছিল। তাই এখন লক্ষ্য একটাই— বাকি ম্যাচগুলো জিতে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা।
আরব আমিরাতে শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব বলেন,
‘আরও ওপরে থাকা আমাদের জন্যই মানানসই। যেটা হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। এখন একটাই চিন্তা— সামনে থাকা ম্যাচগুলো কীভাবে জেতা যায়।’
বাংলাদেশের জন্য কোয়ালিফায়ারে খেলাটা অপমানের মতো বলেই মনে করেন এই পেস অলরাউন্ডার,
‘২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলাটাই আমাদের টার্গেট থাকা উচিত। কোয়ালিফায়ার খেলা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য মানায় না।’
টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর আত্মবিশ্বাস নিয়েই ওয়ানডে সিরিজে নেমেছিল বাংলাদেশ। তবে শুরুটা আশানুরূপ হয়নি। আজ (শনিবার) দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে দল। সেই সঙ্গে বাঁচিয়ে রাখতে চায় সিরিজ জয়ের আশা।
পুরোনো ভুল শুধরে নেওয়ার দিকেই এখন মনোযোগ বাংলাদেশের। তানজিম সাকিব বলেন,
‘আমাদের প্রধান ফোকাস এখন স্ট্রাইক রোটেশন। অনেক বেশি ডট বল হয়ে যাচ্ছে— এটা সবাইকে ভাবাচ্ছে। ৫০ ওভারের ম্যাচে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর না দিতে পারেন, তাহলে ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। আমরা এটা নিয়েই কাজ করছি।’
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে দল। সাকিব যোগ করেন,
‘এই উইকেটে রান করা সহজ নয়। আনপ্লেয়েবল না, কিন্তু কঠিন। কখনো উইকেট স্লো, আবার হঠাৎ বাড়তি বাউন্স করে। আমরা পেসাররা একটু বাইরে বল করেছি আগের ম্যাচে। এখন লক্ষ্য স্টাম্পে বেশি বল করা। টিম মিটিংয়েও সেটাই আলোচনা হয়েছে— স্টাম্পে আক্রমণ করতে হবে, উইকেটের জন্য খেলতে হবে।’
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই তাই দেখা যেতে পারে আরও আক্রমণাত্মক বাংলাদেশকে— যারা কোয়ালিফায়ারের নয়, সরাসরি বিশ্বকাপের টিকিট নিয়েই দেশে ফিরতে চায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















