ক্যান্সারে আক্রান্ত গায়কোয়াড়, পেনশনের টাকা দিবেন কপিল দেব

ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার আংশুমান গায়কোয়াড় মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে এতো ব্যয়বহন করা বর্তমানে তাঁর পরিবারের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে। গায়কোয়াড়ের এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ালেন ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক কপিল দেব।

সাবেক সতীর্থের চিকিৎসায় নিজের পেনশনের টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন কপিল দেব। গায়কোয়াড়কে দেখতে সম্প্রতি লন্ডনে গিয়েছেন তার আরেক সাবেক সতীর্থ সন্দীপ পাতিল। পরবর্তীতে ‘মিড ডে’ পত্রিকার এক কলামে গায়কোয়াড়ের দুর্দশার কথা তুলে ধরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও সামর্থবানদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তিনি। সেই কলাম পড়েই সহায়তার হাত বাড়ান কপিল দেব।

আংশুমানের সাথে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কপিল। ‘স্পোর্টস্টার’কে ১৯৮৩ বিশ্বকাপজয়ী কপিল বলেন, “এটা খুবই দুঃখজনক ও হতাশাজনক। অংশুর অসুস্থতার খবরে ব্যথিত। কারণ, আমি তার সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। তাকে এই অবস্থায় দেখার ব্যাপারটি সহ্য করতে পারছি না। আমরা তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত। পরিবার চাইলে পেনশনের টাকা দিয়ে দিতে পারি।”

১৯৭৪ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারতের জার্সিতে ৪০টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন গায়কোয়াড়। ১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে দুই দফা ভারতীয় দলের প্রধান কোচও ছিলেন তিনি। তার অধীনেই ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে রানার্সআপ হয় ভারত। একই বছর বাংলাদেশের অভিষেক টেস্টের সময় তিনিই ছিলেন ভারতের প্রধান কোচ।

Exit mobile version