ক্যাপ্টেন্স ডে’র অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন বাভুমা

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শুরুটা হয়েছে অনুজ্বলভাবে। অবশ্য আসরের শুরুটা আলোকিত করার সব চেষ্টায় ছিল আয়োজকদের। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সব ধরণের প্রস্তুতি ছিল। সে সঙ্গে ক্যাপ্টেন্স ডে করার। তবে নিরাপত্তাজনিত কারণে উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরে আসতে বাধ্য হয় আয়োজকরা। কিন্তু ক্যাপ্টেন্স ডে ঠিকই ছিল। তবে উদ্বোধনী অনুষ্ঠান না থাকার প্রভাবটা ক্যাপ্টেন্স ডেতে প্রভাব ফেলে। খুব বেশি আলো ছড়াতে না পারলেও আলোচনায় স্থান করে নিয়েছে।

টুর্নামেন্ট শুরুর আগের দিন ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন অংশ নেওয়া ১০ দলের অধিনায়ক। অনুষ্ঠানে স্বাভাবিক সব কর্মসূচী ছিল। তবে বাড়তি আনন্দ যোগ করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

অনুষ্ঠানের মাঝে চেয়ারেই ঘুমিয়ে পড়েছিলেন বাভুমা। বাংলাদেশ দল নিয়ে যখন অধিনায়ক সাকিব আল হাসান কথা বলছিলেন তখন বাভুমা চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবারই তাকে ঘুমিয়ে পড়তে দেখা যায়। তবে বাভুমা তা স্বীকার করতে রাজি নন। তিনি বলেছেন, তিনি ঠিকই ছিলেন, তবে ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে তিনি ওভাবে ধরা পড়েছেন।

বাভুমা যাই বলেন না, ক্যামেরায় তাকে ঘুমন্ত অবস্থায় দেখা যায়। আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। অবশ্য বাভুমার ওপর দিয়ে কয়েকদিন যে ধকল বয়ে গেছে তাতে করে তার ঘুম পাওয়াটাই যথেষ্ঠ। এমনিতেই ক্যাপ্টেন্স ডের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তার ওপর দল ভারতে পৌঁছানোর পর এরই মধ্যে তাকে ব্যক্তিগত কারণে দেশে ফিরতে হয়েছিল। সব মিলিয়ে কয়েকটা দিন তার ভ্রমণের ওপর দিয়ে গেছে। যার ফলে ঘুমানোর জন্য পর্যাপ্ত সময়ও পাননি। আর যখন একটু সুযোগ পেয়েছেন তখনই চোখ বন্ধ করে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ক্যামেরাকে ফাঁকি দিতে পারেননি।

Exit mobile version