ক্যারিবীয় সফরের জন্য দল ঘোষণা ইংল্যান্ডের

ব্যর্থতায় ভরা এক বিশ্বকাপ শেষ করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্বকাপে খেলা নয় ম্যাচে তাঁরা শুধুমাত্র বাংলাদেশ, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে। হেরেছে বাকী ছয়টাতেই। টুর্নামেন্টের লিগ পর্ব থেকে বাদ পড়লেও তা নিয়ে বেশি সময় ভাবারও সময় পাচ্ছেন না দলটার ক্রিকেটাররা। কেননা ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা মাত্র ছয়জন ক্রিকেটার ক্যারিবিয়ান সফরের ওয়ানডে জায়গা পেয়েছেন। তাঁরা হলেন- জস বাটলার, হ্যারি ব্রুক, গাস অ্যাটকিনসন, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন এবং ব্রাইডন কার্স। দলে ডাক পেয়েছেন জশ টাং, ওলি পোপ এবং পেসার জন টার্নার। ওয়ানডে দলে ডাক না পেলেও টি-টোয়েন্টি দলে আছেন বিশ্বকাপে খেলা ক্রিস ওকস, মঈন আলী এবং আদিল রশিদ। ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই সংস্করণেই অধিনায়ক হিসেবে থাকছেন জস বাটলার।

আগামী ৩ তারিখ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে ইংলিশরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ১২ ডিসেম্বর। ক্যারিবীয় সফর শেষে আগামী বছর সেপ্টেম্বরের আগে আর কোনো ওয়ানডে খেলবেনা ইংল্যান্ড।

ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টাং, জন টার্নার।

টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, রিস টপলি, জন টার্নার, ক্রিস ওকস।

Exit mobile version