ক্রিকেটকে অসম্মান করেছে ভারত : আগা

এশিয়া কাপে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের কর্মকাণ্ডে মাঠে ও মাঠের বাইরে বিতর্ক যেন থামছেই না। রোববার দুবাইতে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। রোমাঞ্চকর লড়াইয়ে ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয় ভারত।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে শুরু হয় নাটক। প্রথমে ভারত দল মাঠে থাকলেও পাকিস্তান দল ছিল ভেতরে। তারা পরে মাঠে প্রবেশ করলে অতিথিরাও মঞ্চে ওঠেন। সব মিলিয়ে অনুষ্ঠান শুরু করতে লেগে যায় এক ঘণ্টার ওপর। ব্যক্তিগত পুরস্কারগুলো দেওয়ার পর চ্যাম্পিয়ন ভারতকে ট্রফি না দিয়েই মঞ্চ ছেড়ে চলে যান অতিথিরা।

ফলে ট্রফি ছাড়াই উদযাপন করে সূর্যকুমার যাদবের দল। ভারত মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) প্রধান। হারের পর সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘এই টুর্নামেন্টে যা ঘটেছে, আমি মনে করি, তা খুব হতাশাজনক। তারা (ভারত) ভাবছে যে, আমাদের সঙ্গে হাত না মিলিয়ে আমাদের অসম্মান করছে, কিন্তু আসলে তারা ক্রিকেটকেই অসম্মান করছে। আর যারা ক্রিকেটকে অসম্মান করে, সেটার ফল তাদেরকে পেতে হয় এবং আমি নিশ্চিত, এবারও তাই হবে।’

পাকিস্তানের অধিনায়ক আরও বলেন,‘আজকে তারা যা করেছে, আমার মনে হয় না কোনো ভালো দল কখনো এমনটা করত। ভালো দল সেই কাজটাই করত, যা আমরা করেছি। আমরা (ফাইনাল শুরুর আগে সূর্যকুমার দাঁড়াতে রাজী না হওয়ায়) একা একা ট্রফি নিয়ে ছবি তুলেছি। আবার হারার পরও দাঁড়িয়ে থেকে মেডেল নিয়েছি। আমি খুব কঠিন কোনো শব্দ ব্যবহার করতে চাই না। কিন্তু সত্যি বলতে, এটা ক্রিকেটের প্রতি খুবই অসম্মানজনক।’

Exit mobile version