ইংল্যান্ড সফরে ভারতের ফাস্ট বোলারদের ফিটনেস নিয়ে অসন্তুষ্ট কোচরা। পাঁচ টেস্টের সিরিজে মোহাম্মদ সিরাজ বাদে কেউই পুরো সিরিজ খেলতে পারেননি। জাসপ্রিত বুমরাহ খেলেছেন মাত্র তিনটি টেস্ট। এমন পরিস্থিতি বদলাতে এবার ক্রিকেটারদের জন্য নতুন ফিটনেস পরীক্ষা চালু হচ্ছে—রাগবি ধাঁচের ‘ব্রঙ্কো টেস্ট’।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রুর পরিকল্পনা থেকে এসেছে এই ভাবনা। তিনি চান ফাস্ট বোলাররা জিমে সময় কম কাটিয়ে মাঠে বেশি দৌড়ঝাঁপ করুন। একই মত দিয়েছেন কোচ গৌতম গম্ভীরও। ফলে যৌথ সিদ্ধান্তে ব্রঙ্কো টেস্ট চালু হচ্ছে।
ইতিমধ্যেই কিছু ক্রিকেটার বেঙ্গালুরুর বোর্ডের অ্যাকাডেমিতে গিয়ে এই পরীক্ষা দিয়েছেন। বর্তমানে ইয়ো-ইয়ো টেস্ট ও দুই কিলোমিটার ট্রায়াল রান নেওয়া হয় ক্রিকেটারদের। এবার তার সঙ্গে যোগ হচ্ছে ব্রঙ্কো টেস্ট।
পরীক্ষার নিয়ম হলো—প্রথমে ২০ মিটার দৌড়ে ফিরে আসতে হবে, এরপর ৪০ মিটার দৌড়ে ফিরে আসতে হবে, তারপর ৬০ মিটার দৌড়ে ফিরে আসতে হবে। এই পুরো প্রক্রিয়াই একটি সেট। একবারে করতে হবে মোট পাঁচটি সেট। অর্থাৎ একজন ক্রিকেটারকে দৌড়াতে হবে ১,২০০ মিটার। ভারতীয় ক্রিকেটারদের নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ মিনিটের মধ্যে পুরোটা শেষ করার জন্য।
দলের এক সূত্র জানিয়েছে, বার্ষিক চুক্তিতে থাকা কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যেই এই পরীক্ষা দিয়েছেন। সম্প্রতি লক্ষ্য করা গেছে, ফাস্ট বোলাররা মাঠে ততটা দৌড়াচ্ছেন না, বরং জিমে সময় বেশি দিচ্ছেন। এজন্যই দৌড়ের উপর জোর দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত জুনে ভারতীয় দলের ফিটনেস কোচ হিসেবে ফের দায়িত্ব নেন লে রু। এর আগে দেড় বছর জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের ফিটনেস কোচ হিসেবেও অভিজ্ঞতা রয়েছে তার।
