তিন দিনের মধ্যে ক্লাবের অধিকার ফিরিয়ে না দিলে লিগ বর্জন

ঢাকার ক্লাব ক্রিকেটে অস্থিরতা

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম বাবু। ছবি-সৌজন্যে

অস্থির হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি’র গঠনতন্ত্র সংশোধনীর কয়েকটি প্রস্তাবিত বিষয়ে আপত্তি জানিয়ে ঢাকার ক্লাব ক্রিকেট বয়কট ঘোষণা দিয়েছেন সংগঠকরা। আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত মত বিনিময় সভায় ঢাকার ক্লাব কর্তারা তাদের অধিকার আদায়ের জন্য নতুন একটি সংগঠনেরও ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ‘ক্রিকেটারদের রুটি-রুজির’ অন্যতম মাধ্যম ঢাকার ক্লাব ক্রিকেট লিগের পরিচালনাকারী স্ট্যান্ডিং কমিটি সিসিডিএম-এর কর্তৃত্ব এতোদিন ছিল বিসিবিতে।

বিসিবির বিদ্যমান ২৫ সদস্যের পরিচালনা পরিষদে ক্যাটাগরি-২ তে ১২টি পদ নির্ধারিত আছে ঢাকার বিভিন্ন ধাপের ক্লাব ক্রিকেট থেকে।

গত বছর অনুষ্ঠিত বিসিবি’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সিসিডিএম আওতাধীন প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সকল ক্লাবের কাউন্সিলরশিপ নিশ্চিত করা হয়েছে।

ক্যাটাগরি-২ এ ৫৫টি থেকে ৭৬টিতে উন্নীত করা হয়েছে। অথচ, অন্তবর্তীকালীন আমলে বিদ্যমান গঠতন্ত্রের ধারা-উপধারায় ব্যাপক কাঁট-ছাঁট করেছে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি।

বিসিবি র সংশোধিত গঠনতন্ত্রের খসড়ায় ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিসিডিএম বিলুপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। বিসিবির সাধারণ পরিষদে ক্যাটাগরি -২ এ কাউন্সিলরের সংখ্যা ৭৬ থেকে ৩০-এ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

বিসিবির পরিচালনা পরিষদে ক্যাটাগরি-২ এ ঢাকার ক্লাব কোটার পরিচালকের সংখ্যা ১২ থেকে ৪-এ নামিয়ে আনার প্রস্তাব করেছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি।

বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির খসড়া গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে ঢাকার ৪টি ধাপের ক্লাবসমূহ।

গঠনতন্ত্রের সংশোধনীতে ঢাকার ক্লাবসমূহের মর্যাদা ক্ষুন্ন করা হলে আসন্ন প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বর্জনের হুংকার দিয়েছে ক্লাবসমূহের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা, গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে সিসিডিএম বিলুপ্তি, ক্লাব কোটার কাউন্সলরশিপ কমিয়ে আনা এবং পরিচালনা পরিষদের সদস্যসংখ্যা ব্যাপকভাবে হ্রাসের যে প্রস্তাব করা হয়েছে, তা বাতিল করতে বিসিবির পরিচালনা পরিষদকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন বিসিবির সাবেক যুগ্ন সম্পাদক এবং বিসিবির দীর্ঘদিনের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘অযৌক্তিক কারণ দেখিয়ে দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। বিসিবির গঠনতন্ত্রে ক্লাবসমূহকে যথাযথ সম্মান দিতে হবে। আগামী তিনদিনের মধ্যে এ ব্যাপারে সুরাহা করা না হলে প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশণ ক্রিকেট লিগ বর্জন করা হবে। প্রিমিয়ার ডিভিশনের আসন্ন দলবদলকে সামনে রেখে ক্লাবগুলো ক্রিকেটারদের সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছে, তা বন্ধ করে দেয়া হবে। পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার জন্য আমরা গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক ফাহিম ভাই (নাজমুল আবেদিন ফাহিম) কে জবাবদিহি করতে হবে। গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে পরিবর্তন না আনলে ওনাকে পদত্যাগ করতে হবে।’

সৈয়দ বোরহানুল ইসলাম পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিমিয় সভায় আরও বক্তব্য রেখেছেন সিসিডিএম-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ঢাকা মোহামেডানের ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদুজ্জামান, সিসিডিএমএর সাবেক তিন মেয়াদের চেয়ারম্যান ও আবাহনীর কর্মকর্তা জিএস হাসান তামিম, লিজেন্ড অব রূপগঞ্জের সভাপতি লুৎফর রহমান বাদল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক কর্মকর্তা এবং ২০১১ বিশ্বকাপের ইভেন্ট হোস্ট ডিরেক্টর আলী আহসান বাবু, সিসিডিএম-এর সাবেক সদস্য সচিব আদনান রহমান দীপন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কো অর্ডিনেটর সাব্বির আহমেদ রুবেল ছাড়াও এম নাজমুল ইসলাম, সানিয়ান, শাহ আমিন এবং শাহীন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিসিডিএম-এর আওতাধীন ৭৬টি ক্লাবের মধ্যে ৬৭টি ক্লাবের প্রতিনিধি। সভায় রফিকুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে।

Exit mobile version