ক্লার্কের দূর্দান্ত ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে নাটকীয় জয় দক্ষিণ আফ্রিকার

নারী বিশ্বকাপ ক্রিকেট

জয়ের পর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের উচ্ছ্বাস

নারী বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা নাটকীয় এক জয় পেয়েছে। বৃহষ্পতিবার বিশাখাপত্তমে অনুষ্ঠিত রাউন্ড রবিন লিগের ম্যাচে অসাধারণ কামব্যাক করে ভারতকে ৩ উইকেটে হারিয়েছে তারা। এ জয়ের ফলে আট দলের টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা শীর্ষ চারে উঠে এসেছে। ইংল্যান্ড ও ভারতের সমান ৪ পয়েন্ট হলেও চতুর্থ স্থানে রয়েছে তারা। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।

তিন ম্যাচে এটা ছিল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় জয়। প্রথমে ব্যাট করে ভারত ২৫১ রানের বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করেছিল ভারত। ৪৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে এই রান টপকে যায় দক্ষিণ আফ্রিকা।

শুরুতে স্বাগতিক দল বিপর্যয়ে থাকলেও শেষ দিকের ব্যাটার রিচা ঘোষ ও স্নেহ রানার চমৎকার ব্যাটিংয়ের সুবাদে ভারত সম্মানজনক রান সংগ্রহ করেছিল। রিচা ঘোষ একাই করেছিলেন ৯৪ রান। মাত্র ৭৭ বলে এই রান সংগ্রহ ছিল তার। চমৎকার এই ইনিংসটি সাজাতে এগারটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি।

১০২ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর যখন ভারত ধুঁকছিল তখন রিচা ঘোষ সতীর্থদের নিয়ে চমৎকার এগিয়ে যান। রিচা ঘোষের এই রানকে পুঁজি করে ভারতীয় বোলাররা এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকাকে কোণঠাসা করে ফেলেছিল। ৮১ রানে তুলে নিয়েছিল ৫ উইকেট। নিশ্চিত হারের মুখে তখন দক্ষিণ আফ্রিকা। সে সময়ে ওপেনার লাউরা ওলভার্ট ও লোয়ার অর্ডার দুই ব্যাটার ট্রাইওন ও নাদিনে ডি ক্লার্ক চমৎকার ব্যাটিং করে দলকে নাটকীয় জয় এনে দেন।

অধিনায়ক কাম ওপেনার লাউরা চমৎকার ব্যাটিং করেছেন। তবে এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখতে হয়েছে তাকে। ৭০ রান করেন তিনি। অন্য প্রান্ত থেকে ওপেনার তাজমিন ব্রিটস (০), সুনে লাস (৫), মারিজানে ক্যাপ (২০), আনিক বোস (১) ও সিনালো জাফতা (১৪) বিদায় নেন। নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে নাদিনে ডি ক্লার্ক ৮৪ রানের চমৎকার এক ইনিংস উপহার দেন। ৫৪ বলে এই রান করতে তিনি আটটি বাউন্ডারির পাশাপাশি পাঁচটি ওভার বাউন্ডারি মারেন। এর আগে ট্রাইওন খেলেন ৪৯ রানের দায়িত্বশীল ইনিংস।

Exit mobile version