খুলনাকে বিদায় করে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে নাঈম শেখের ঢাকা মেট্রো। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে ৩৮ রানে হারায় ঢাকা। এর আগে প্রথম কোয়ালিফাইয়ারে জিতে ফাইনাল নিশ্চিত করে রংপুর বিভাগ। আগামী ২৪ ডিসেম্বার জমজমাট ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
এদিন বাঁচা মরার লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৯ রান তোলে ঢাকা মেট্রো। দলের পক্ষে অধিনায়ক নাঈম শেখ ছাড়া অবশ্য আর কেউ সুবিধা করতে পারেনি। নাঈম ৫৩ বলে ছয় বাউন্ডারি ও এক ছক্কায় ৫৩ রান করেন।
এছাড়া ইমরানুজ্জান ১৪ ও শহিদুল ইসলাম ১৬ রান করেন। আর কোন ব্যাটার খুলনার বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। বল হাতে খুলনার পক্ষে মাসুম খান টুটুল, শেখ পারভেজ জীবন ও মেহেদী হাসান রানা দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১৭.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন নরুল হাসান সোহান। এছাড়া এনামুল হক বিজয় ১৬, মাসুম খান ১৬ ও শেখ পারভেজ হোসেন ১৫ রান করেন। এ দিন ওপেনার আজিজুল হাকিম ও অভিজ্ঞ ইমরুল কায়েস শুণ্য রানে বিদায় নেন।
এছাড়া মিঠুনের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। ফলে ব্যাটিং ব্যর্থতায় হেরে আসর থেকে বিদায় নিল খুলনা। বল হাতে মোসাদ্দেক হোসেন ২.৪ ওভারে ১৩ রানে নেন তিনটি উইকেট। এছাড়া রকিবুল হাসান ও মারুফ মৃধা নেন দুটি করে উইকেট।