খুলনাকে হারিয়ে রংপুরের সাতে সাত

চার-ছক্কার টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল বিপিএলের সিলেট পর্বের খেলা। তবে সিলেট পর্বের শেষ ম্যাচটি পৌঁছে যায় রোমাঞ্চ-উত্তেজনার চূড়ায়। ঘুরে দাঁড়ানোর আরেকটি নজির মেলে ধরে ৮ রানের জয়ে রংপুর রাইডার্স ধরে রাখল তাদের অপ্রতিরোধ্য যাত্রা।

অথচ জয়ের জন্য শেষ ১৮ বলে খুলনার প্রয়োজন ছিল কেবল ২২ রান। উইকেট বাকি তখনও তিনটি। টি-টোয়েন্টি রান মামুলি বটে! তাই তো খুলনার শিবির বেশ ফুরফুরে মেজাজেই ছিল! কিন্তু একটু পরে সেই মিরাজকে দেখা গেল প্রচণ্ড ক্ষোভে মাঠে বোতল ছুড়ে মারতে।

কোচ তালহা জোবায়ের ক্ষিপ্ত! হঠাৎ ম্যাচটি তখন তারা হেরে যাওয়ার পথে! হ্যাঁ, ম্যাচটিতে অবিশ্বাস্যভাবে হেরেছে মিরাজরে খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর ২০ ওভারে তেলে ১৮৬ রান। রান তাড়ায় জয়ের পথে থাকা খুলনা শেষ পর্যন্ত আটকে যায় ১৭৮ রানে।

অথচ আগের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে যখন শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রানের, রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান ৩০ রান নিয়ে রূপকথার মতো এক জয় এনে দেন দলকে। এরপর এবারের এই রুদ্ধশ্বাস জয়। আসরে রংপুরের এটা সাত ম্যাচে সাত জন। আর দুই জয়ে আসর শুরু করা খুলনা হেরে গেল টানা তিন ম্যাচে।

সিলেট পর্বের খেলা শেষে এক নজরে পয়েন্ট তালিকা

রংপুর রাইডার্স সাত ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ।

চিটাগং কিংস চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে

ফরচুন বরিশাল পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে

খুলনা টাইগার্স পাঁচ ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে চারে

সিলেট স্ট্রাইকার্স ছয় ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পাঁচে

দুর্বার রাজশাহী ছয় ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ছয়ে

ঢাকা ক্যাপিটালস সাত ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে তলানিতে

Exit mobile version