খুলনাকে ১৭৯ রানের টার্গেট দিল রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। হাইভোল্টেজ ম্যাচে খুলনাকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে রাজশাহী। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান তোলে এনামুল হক বিজয়ের রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলম। ওপেনিং জুটিতে ৫.৩ ওভারে ৪৪ রান তোলে তারা। এরপর হারিস ২০ বলে ২৭ ও জিসান ২৩ রান করে বিদায় নিলে দ্রতই আরও দুই উইকেটে হারায় তারা।

অধিনায়ক এনামুল হক বিজয় ৫ ও মেহেরব ৭ রান করে বিদায় নেনে। দলীয় ৬৭ রানে চার উইকেট হারায় রাজশাহীর দলটি। এরপর ইয়াসির আলী ও বায়ান বার্ল শক্ত জুটি গড়েন। দারুণ ব্যাটিংয়ে রাজশাহীর স্কোর পার করেন দেড়শ! কিন্তু এরপর দলীয় ১৫৫ রানের মাথায় ইয়াসির ৪১ রান করে রনির বলে বোল্ড হয়ে ফেরেন।

শেষ দিকে বায়ান বার্লের সঙ্গে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন আকবর আলী। বায়ান ২৯ বলে সাত বাউন্ডারি ও এক ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন। অঅর আকবর আলী ৯ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় অপরাজিত ২১ রান করেন। বল হাতে খুলনার পক্ষে নাসুম আহমেদ ৩ ওভারে ২০ রানে নেন দুটি উইকেট।

Exit mobile version