খেলবেন না আইএল টি-টোয়েন্টি, পিএসএলে শামার জোসেফ

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত দলে সাতজন অনভিষিক্ত খেলোয়াড়কে জায়গা দিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। তাঁদের মধ্যে একজন ছিলেন শামার জোসেফ। মাত্র পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে অজিদের মাটিতে খেলতে এসেছিলেন জোসেফ।

অভিষেকে খেলতে নেমেই প্রথম ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচে এক ইনিংসে নিয়েছেন সাত উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো সফরকারী দলের বোলারের এমন একটা অর্জন বিশেষ কিছুই বটে।

ব্রিসবেনে রুপকথা রচনার পর সেই জোসেফ পেলেন দুই রকমের খবর, একটা ভালো আর অপরটা মন্দ। চোটের কারণে জোসেফ ছিটকে গেছেন আইএল টি-টোয়েন্টি থেকে। তাই অস্ট্রেলিয়া থেকে দুবাইয়ে না গিয়ে তাঁকে ফিরতে হচ্ছে গায়ানায়।

অন্যদিকে আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ ডাক পেয়েছেন জোসেফ। সেখানে গাস এটকিনসনের জায়গায় শামার জোসেফকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।

চোট পাওয়ার পর স্ক্যানে কোনো সমস্যা ধরা পড়েনি জোসেফের। তবে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঝুঁকি নিতে চাননা তিনি নিজেও। তাই দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নিয়ে পিএসএল মাতাতে পাকিস্তানে যাবেন এই ক্যারিবীয় ফাস্ট বোলার।

Exit mobile version