নানা কারণেই নির্ধারিত ক্রিকেট ম্যাচ বাতিল ঘোষণা করা হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে। তবে এবার একেবারেই উদ্ভট এক কারণে ম্যাচ বাতিলের ঘটনা ঘটেছে দ্বীপরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে। এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে তাঁদের একটি ঘরোয়া টুর্নামেন্টে।
ক্যারিবিয়ান ক্রিকেট পডকাস্টের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্পোর্টস জানিয়েছে, গায়ানা এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যকার একটি ম্যাচ পরিত্যাক্ত করা হয়েছে। এর পেছনে দায়ী করা হয়েছে গরুর দলকে।
তাঁরা বলছে, রাতে মাঠের ঘাস খেয়ে নেয় গরুর দল। এছাড়া মাঠের কিছু অংশ পদদলিতও করেছিলো তাঁরা। যেকারণে দুই দলের ম্যাচটি পরিত্যাক্ত বলে ঘোষণা করা হয়। এখনো অবশ্য এই খবরের বিশ্বাসযোগ্যতা যাচাই করা যায়নি।
এর আগে ঘরোয়া ক্রিকেটে এমন কোনো ঘটনার কথা জানা যায়নি। তবে কুকুর, সাপ এমনকি মৌমাছির উপস্থিতির কারণে বেশ কিছুবার খেলা বন্ধ হতে দেখা গিয়েছিলো। যদি ঘটনা সত্য হয়, তবে গরুর জন্য ম্যাচ বাতিল হওয়ার ঘটনা এবারই প্রথম।
কিছুদিন আগেই শ্রীলঙ্কার জনপ্রিয় ঘরোয়া লিগ লঙ্কান প্রিমিয়ার লিগের খেলা হঠাৎ মাঠে সাপ ঢুকে পড়ায় সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিলো। এর আগে ২০২২ সালে ভারতের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার একটি ম্যাচের সময় একই রকমের ঘটনা ঘটেছিলো।