যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফের গাজায় অসহায় মুসলিম নারী শিশুদের ওপর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। প্রতিদিন শত শত শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। সেই সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা।
গাজার ভয়াবহ পরিস্থিতি আর অসহায় মানুষের আর্তনাদে ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব! গণহত্যা বন্ধে বিশ্বজুড়ে প্রতিরোধের ডাক দিয়েছে। এমন ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিবাদে নেমেছে বিশ্বের আপামর জনতা, ঘৃণা ও নিন্দা জানানো হচ্ছে বাংলাদেশ থেকেও।
ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। গাজা নিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন মুশফিকুর রহিম। তার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা।
ফেসবুকে ফিলিস্তিনের পতাকা জুড়ে দিয়ে মুশফিক সৃষ্টিকর্তার কাছে নির্যাতিতদের জন্য সাহায্য চেয়েছেন। মুশফিক লিখেছেন, ‘হে আল্লাহ, নির্যাতিত সবাইকে সাহায্য করুন। হে আল্লাহ তাদের রক্ষাকারী হন, সাহায্যকারী হন, সমর্থক হন এবং শক্তি বাড়িয়ে দেন।’
একদিন আগে গাজার ধ্বংসযজ্ঞের ছবি পোস্ট করে নাহিদ রানা লেখেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’
গাজায় হামলার ছবি জুড়ে মাহমুদউল্লাহ সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে, ‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে ‘কারীম’, হে ‘রাহমানুর রাহীম’, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে তাদের রক্ষা করুন, তাদেরকে বিজয়ী করুন, আমিন। এটা সহ্য করা যাচ্ছে না, হে রব। আপনি এক ও অদ্বিতীয়, দয়া করে আপনি তাদের রক্ষা করুন হে আল্লাহ!’
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও গাজার মজলুম জনগণের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়েছে। আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উড়ছে বোমার আঘাতে।’