এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের জন্য বড্ড হতাশার। আয়োজক হওয়ার সুবাদে ভালো একটা কিছু করার স্বপ্ন ছিল তাদের। কিন্তু ভালো করা তো দূরের কথা একটা ম্যাচও জিততে পারেনি। আয়োজক পাকিস্তানের জন্য এটা বড় লজ্জার। এই লজ্জা আরও বাড়িয়ে দিয়েছে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারের একটা মন্তব্য। কটুক্তির সুরে তিনি পাকিস্তানকে বলেছেন, পাকিস্তানের এই দলকে ভারতের বি-টিমও হারিয়ে দিতে পারবে। সি-টিমের বিষয়টি নিশ্চিত করে কিছু বলতে পারবো না।
গাভাস্কারের এমন মন্তব্যে চটেেছেন জেসন গিলেস্পি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বরখাস্ত হওয়া পাকিস্তানের সাবেক কোচ মনে করছেন, গাভাস্কার আজগুবি সব কথা বলেছেন।
গিলেস্পি আরও বলেন, পাকিস্তান যদি তাদের সঠিক খেলোয়াড়দের দলে নেওয় এবং পর্যাপ্ত সময় দেয় তাহলে পাকিস্তান যে কোনো দলকে হারিয়ে দিতে পারবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে যায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে তাদের একটা ম্যাচ ছিল। কিন্তু সে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে কোনো পয়েন্টই অর্জন করতে পারেনি পাকিস্তান।
