কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে দেখা যাবে কি শুবমান গিল কে? দল ঘোষণায় নাম থাকলেও তার মাঠে নামা ছিল চিকিৎসকদের রিপোর্টের ওপর নির্ভরশীল। অবশেষে সেই অপেক্ষার শেষ হলো। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম সবুজ সংকেত দিয়েছে গিলকে।
ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক গিল শুরু থেকেই স্কোয়াডে ছিলেন। তবে শর্ত ছিল কঠোর। সম্পূর্ণ ফিটনেস পেলে তবেই খেলার অনুমতি। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়া শেষে সেই যোগ্যতা অর্জন করেছেন তিনি। সেখানকার এক কর্মকর্তা পিটিআইকে জানান, “গিল রিহ্যাবে চমৎকার কাজ করেছে। তিন ফরম্যাটে খেলার জন্য যে ফিটনেস দরকার, তা পুরোপুরি অর্জন করেছে। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে খেলতে অনুমতি দেওয়া হয়েছে।”
বোর্ডের ফিজিও কমলেশ জৈন, স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু এবং স্পোর্টস ডিরেক্টর ডাক্তার চার্লস—এই তিনজনই তার পুনর্বাসন পর্যবেক্ষণ করে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর। এরপর ১১ ডিসেম্বর চণ্ডীগড়, ১৪ ডিসেম্বর ধর্মশালা, ১৭ ডিসেম্বর লখনউ এবং ১৯ ডিসেম্বর আহমেদাবাদে বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
