ঢাকা প্রিমিয়ার লিগে দশম রাউন্ডের খেলায় বড় জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। বুধবার মিরপুরে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারায় তারা। ফলে ১০ ম্যাচ শেষে গুলশানের পয়েন্ট ১৩। সমান খেলায় মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে শাইনপুকুর।
এদিন মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪১ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন সাকিব শাহরিয়ার। এছাড়া ওপেনার জাওয়াদ আবরার ৩৭, অধিনায়ক আজিজুল হাকিম ১৬,ফরহাদ রেজা ২২ রান করে বিদায় নেন। বল হাতে শাইন পুকুরের পক্ষে নিয়ন জামান ৮ ওভারে ৩৭ রান দিয়ে নেন তিনটি উইকেট। এছাড়া রহিম আহমেদ নেন দুটি উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শাইনপুকুর। শেষ পর্যন্ত ৪৩ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন শাহরিয়ার সাকিব। এছাড়া ওপেনার মনিরুল ইসলাম ২১, নিয়ন জামান ২১,অধিনায়ক রাফসান রহমান ১৮ রান করে বিদায় নেন। শেষ দিকে শরিফুল ইলাম ২২ রান করে অপরাজিত থাকেন।