গুলামের প্রথম সেঞ্চুরির দিনে পাকিস্তানের সিরিজ জয়

জিম্বাবুয়েকে টানা দুই ম্যাচে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। বৃহষ্পতিবার বুলাওয়াতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান ৯৯ রানে জয় পেয়েছে। আগে ব্যাট করে পাকিস্তান কামরান গুলামের সেঞ্চুরির সুবাদে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান করেছিল। জবাবে জিম্বাবুয়ে ৪০.১ ওভারে ২০৪ রানে অল আউট হয়।

পাকিস্তান এ নিয়ে টানা দ্বিতীয় সিরিজে প্রথম ম্যাচ হারের পরও জয় পেলো। এর আগে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ হারের পরও সিরিজ জয় করে।

টস জয়ের পর পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিকের শুরুটা ছিল দারুণ। প্রথম উইকেটে ৫৮ রান করে পাকিস্তান। তবে আইয়ুক দারুণ একটা ইনিংস উপহার দিয়েছেন। ৩১ রান করেছেন। এছাড়া শফিক করছিলেন ৫০ রান। কামরান ১০৩ রান করেন ৯৯ বলে। ১০ বাউন্ডারির পাশাপাশি চারটি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। এটা তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি।

জবাবে জিম্বাবুয়ে শুরুতেই হোঁচট খায়। স্কোর বোর্ডে ১০ রান জমা হতেই জোড়া উইকেট হারায় তারা। দুই উইকেটই শিকার করেন সাইম আউয়ুব। পরবর্তীতে আবরার আহমেদ, হারিস রউফ, আমের জামাল প্রত্যেকেই দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩০৩/৬ (৫০ ওভার)। (কামরান গুলাম ১০৩, আব্দুল্লাহ শফিক ৫০, মোহাম্মদ রিজওয়ান ৩৭, সাইম আইয়ুব ৩১, সালমান আগা ৩০ ও তায়েব তাহির ২৯। সিকান্দার রাজা ২/৪৭, রিচার্ড ২/৫৫)।

জিম্বাবুয়ে: ২০৪/১০ (৪০.১ ওভার)। (ক্রেগ আরভিন ৫১, ব্রায়ান বেনেট ৩৭, শন উইলিয়ামস ২৪। সাইম আইয়ুব ২/২৯, আবরার আহমেদ ২/৪৫, হারিস রউফ ২/৩৪, আমের জামাল ২/১৯)।
ফল: পাকিস্তান ৯৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কামরান গুলাম।
ম্যান অব দ্য সিরিজ: সাইম আইয়ুব।

Exit mobile version