এক বছরে দুই হোয়াইটওয়াশ – চাপে ভারত কোচ গৌতম গম্ভীর
নিউজিল্যান্ডের পর এবার দক্ষিণ আফ্রিকার হাতে বিদ্ধস্ত হয়ে ভারতের টেস্ট ক্রিকেটে বড় ধাক্কা লেগেছে। নিজেদের দেশের মাটিতে এক বছরেই টেস্টে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ হলো ভারতীয় দল। ২৫ বছর পর ভারতীয় মাটিতে সিরিজ জয় করল প্রোটিয়া দল। গুয়াহাটিতে ৪০৮ রানের ব্যবধানে হারের পর কোচ গৌতম গম্ভীর পুরো ভারতজুড়েই সমালোচনার মুখোমুখি হচ্ছেন।
সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন,
এই সিদ্ধান্ত বোর্ডের। আমি আগেও বলেছি, ভারতীয় ক্রিকেট বড়, আমি নই। ইংল্যান্ডে সাফল্য, চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ সবই দলের সাফল্য। এই দল শিখছে।
তিনি হারের দায় পুরো দলের উপর চাপিয়ে বলেন,
দায় সবার, কিন্তু শুরুটা আমাকে দিয়ে।
গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৮৯ রান করে ভারতকে ২০১ রানে অলআউট করে। দ্বিতীয় ইনিংসে ২৬০ রানে ইনিংস ঘোষণা দিয়ে ভারতের সামনে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য স্থাপন করে। ভারতের ব্যাটাররা প্রতিরোধ গড়ার আগেই মাটিতে পড়ে, এবং শেষ পর্যন্ত ১৪০ রানে অলআউট হয়ে হারের ব্যবধান হয় বিশাল।
এই জয়ের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার ইতিহাস সৃষ্টি করল। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটে এখন প্রশ্ন উঠেছে, গম্ভীরের অধীনে দলের ভবিষ্যৎ কতদূর? কেননা এই হার কোনো সাধারন পরাজয় ছিল না। রানের ব্যবধানের হিসেবে এটা ভারতের টেস্ট ইতিহাসের সবথেকে বড় পরাজয়। তবে এই পরাজয়ের পরে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এর কোচিং ভবিষ্যতে কি প্রতিক্রীয়া ফেলবে তা সময়ই বলে দিবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















