রংপুর রাইডার্স দারুণ জয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। বুধবার (১৬ জুলাই) দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে উঠেছে নুরুল হাসান সোহানের দল। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল রংপুর। অন্যদিকে এই হারে চার ম্যাচের তিনটিতে হার দেখেছে দুবাই ক্যাপিটালস, ফলে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে তারা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক সোহান। শুরুটা ভালো হয়নি, প্রথম ওভারেই ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে দেন ডমিনিক ড্রেকস। এরপর সৌম্য সরকার কিছু দ্রুত রান যোগ করলেও , কাইল মেয়ার্স, মাহিদুল ইসলাম অঙ্কন এবং গুলবাদিন নাইব দ্রুত ফিরে গেলে চাপে পড়ে রংপুর।
এরপর হাল ধরেন সোহান ও পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ। শেষ দুই ওভারে তারা যোগ করেন ৩৭ রান। সোহান খেলেন ঝড়ো ১৮ বলে ৩৪ রানের ইনিংস (৩ চার, ২ ছক্কা), আর ইফতিখার করেন ৩২ বলে অপরাজিত ৪১। নির্ধারিত ২০ ওভারে রংপুর সংগ্রহ করে ৫ উইকেটে ১৫৮ রান। দুবাইয়ের পক্ষে পাঁচজন বোলার একটি করে উইকেট নেন। সাকিব আল হাসান ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দুবাই। প্রথম ওভারেই কাইল মেয়ার্স ফিরিয়ে দেন কাদিম অ্যালিইনকে। দ্বিতীয় ওভারে বোল্ড হন অধিনায়ক গুলবাদিন নাইব। পাওয়ার প্লেতেই হারায় তিন উইকেট। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। রাকিবুল হাসান, সাইফউদ্দিন ও খালেদ আহমেদ দুর্দান্ত বোলিংয়ে চেপে ধরেন দুবাইকে।
ব্যাট হাতে সাকিবও ব্যর্থ হন, ৭ বলে মাত্র ৩ রান করেন। সেদিকউল্লাহ আতাল ৩১ বলে ৩৮ রান করে কিছুটা লড়াই করেন। শেষ দিকে কাইস আহমেদ ৮ বলে ১৮ রান করে উত্তেজনা তৈরি করলেও শেষ ওভারে দরকার ছিল ৯ রান কিন্তু হাতে ছিল কেবলমাত্র একটি উইকেট। শেষ ওভারে খালেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় তুলে নেয় রংপুর। ওভারের দ্বিতীয় বলেই ডমিনিক ড্রেক কে আউট করে জয় নিশ্চিত করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ১৫৮/৫ (২০ ওভার)
সৌম্য ৩৬, ইফতিখার ৪১*, সোহান ৩৪*; সাকিব ১/১৬
দুবাই ক্যাপিটালস: ১৫০/১০ (১৯.২ ওভার)
সেদিকউল্লাহ ৩৮, সঞ্জয় ২৭; সাইফ ৩/২০, খালেদ ২/১৪
