গ্লোবাল সুপার লিগ টি-২০ চ্যালেঞ্জ হবে-সোহান

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি যাচ্ছেন গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি খেলতে। যার মধ্য দিয়ে দেশের ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছে বিপিএলের দল রংপুর রাইডার্স। তাই তো অনুশীলন জার্সিতেও লাল-সবুজের ছোঁয়া নিয়ে এসেছে রংপুর।

শনিবার দুপুরে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে দলটি। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক নুরুল হাসান সোহান নিজেদের স্বপ্ন নিয়ে বলেন,‘ এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে, এখানে অংশ নেওয়া। বাংলাদেশের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা অনেক বড় পাওয়া। ’

একই সাথে তিনি বলেন,‘তবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার করার। যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এরকম সুযোগ আসে। ’

জাতীয় দলের আশেপাশে আছেন এমন ৯ ক্রিকেটার নিয়ে গ্লোবাল সুপার লিগের জন্য দল গড়েছে রংপুর। সেখানে অধিনায়ক সোহানের আশা, এখান থেকে নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারবেন আরও।

সোহান বলেন, ‘অবশ্যই। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। স্যার (নাজমুল আবেদীন) যেটা ম্যানশন করলো, এটা আমাদের জন্য অনেক বড় শেখার প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। যেহেতু এই টুর্নামেন্ট খেলছি, এরপর জাতীয় লিগ টি-টোয়েন্টি আছে, বিপিএল আছে।

উল্লেখ্য’ আগামী ২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল ‍সুপার লিগ।

Exit mobile version