চট্টগ্রামে রানের ক্ষুধায় দক্ষিণ আফ্রিকা

মিরপুরের স্পিন স্বর্গ জয় করে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে জয়ে বেশ ফুরফুরে মেজাজে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দ্বিতীয় টেস্টের আগে সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নির্ভার দেখা যায় এইডেন মার্করামদের। তাই তো এবার সাগরিকার বাংলাদেশের লাকি ভেন্যুতে নিজেদের সেরা দিয়েই সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে সফরকারীরা।

দ্বিতীয় টেস্টে আজ মাঠে নামার আগে এদিন চট্টগ্রামে দুপুরে অনুশীলন শুরুর আগেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধিনায়ক এইডেন মার্করাম। চট্টগ্রাম টেস্টে নিয়ে তিনি বলেন,‘আমি মনে করি, প্রতিটি ব্যাটারের নিজস্ব স্বতন্ত্র উপায় আছে নিজেদের শক্তিকে সমর্থন করার এবং বাংলাদেশের বোলারদের কিছুটা চাপে রাখার উপায় খুঁজে বের করার। যে রান স্কোর করাকে একটু সহজ করে দেবে।’

একই সাথে নিজেদের ব্যাটিং শক্তি নিয়ে বলেন,‘আমাদের দেখতে হবে উইকেট কেমন। এরপর আমাদের প্রতিটি বিকল্প খুঁজে বের করার চেষ্টা করি। শেষ পর্যন্ত, সেই খেলোয়াড়দের উপর বিশ্বাস করা তাদের শক্তি এবং তাদের বিকল্পগুলিকে সমর্থন করে। ব্যাটিং ইউনিট হিসাবে আলোচনা করা হয়েছে। তবে আমাদের শীর্ষ ৬ ব্যাটার সত্যিই রানের জন্য ক্ষুধার্ত।’

Exit mobile version