চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের ঘোষিত স্কোয়াডে থাকা উইকেটকিপার-ব্যাটার জাকের আলি অনিক চোটের কারণে খেলতে পারছেন না। তার জায়গায় সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, গতকাল রবিবার অনুশীলনের সময় ব্যাট করতে গিয়ে হাতে আঘাত পান জাকের। আগেও এ ধরনের চোট পেয়েছিলেন তিনি। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে এই চোট কাটিয়ে উঠতে বেশ কয়েকদিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। ফলে চট্টগ্রাম টেস্টের স্কোয়াড থেকে তাকে বাদ দিতে বাধ্য হয়েছে দল।
জাকেরের পরিবর্তে জায়গা পাওয়া তরুণ উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের এখনও টেস্ট অভিষেক হয়নি। তবে তার প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফর্মেন্স রয়েছে। এখন পর্যন্ত ৪৩টি প্রথম শ্রেণীর ম্যাচে তিনি ১৯৩৪ রান সংগ্রহ করেছেন। চলতি জাতীয় লিগেও দুর্দান্ত ফর্মে আছেন অঙ্কন। তার প্রথম ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে ঢাকার হয়ে ১১৮ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি, যা তাকে টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার ক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলেছে।
আগামীকাল মঙ্গলবার থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















