চট্টগ্রাম রয়্যালস এবারের বিপিএল নিলামের আগে তাদের কোচিং প্যানেল চূড়ান্ত করেছে। প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকছেন মমিনুল হক, আর তার সঙ্গে সহকর্মী হিসেবে থাকবেন নাজমুল হোসেন মিলন ও আশরাফুল ইসলাম জিকো। দল ইতোমধ্যেই দেশি ক্রিকেটার হিসেবে শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলামকে নিশ্চিত করেছে। বিদেশি ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তি হয়েছে আবরার আহমেদের সঙ্গে।
প্রায় এক দশক পর ফের নিলাম পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল। প্রথম দুই আসরের পর দীর্ঘ সময় ড্রাফট পদ্ধতিতে খেলা হলেও এবার নিলামের ফিরে আসায় সমর্থকদের মধ্যে উত্তেজনা বেড়েছে। রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস এই ছয়টি দল অংশ নিচ্ছে আসন্ন আসরে।
আজ রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে নিলাম। প্রাথমিকভাবে আয়োজকেরা বিকেল ৩টায় শুরুর কথা জানিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সময় পরিবর্তন করে তা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম রয়্যালসের কোচিং ও স্কোয়াড প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে, আটঘাট বেধেই এবারের বিপিএলে মাঠে নামতে যাচ্ছে তারা।
