ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়াতে হলে চতুর্থ টেস্টে ভারতের সামনে জয়ের বিকল্প নেই। পাঁচ ম্যাচের সিরিজে তৃতীয় ম্যাচ শেষে ইংল্যান্ড ২-১ ম্যাচে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে ভারত ঘুরে দাঁড়ালেও তৃতীয় ম্যাচ হেরে আবার পিছিয়ে পড়েছে।
তবে চতুর্থ ম্যাচকে ঘিরে সফরকারী ভারত বিপদে। লর্ডসে তৃতীয় টেস্টে আঙ্গুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্ত। তার চোট কতটা গুরুতর সে বিষয়ে ভারতীয় ক্রিকেট দল এখন পর্যন্ত কিছুই জানায়নি। এদিকে অনুশীলনে চোট পেয়েছেন আর্শদ্বীপ সিং। বোলিং হাতে চোট পেয়েছেন এই বাম হাতি পেসার।
আগামী ২৩ জুলাই শুরু হবে চতুর্থ টেস্ট। গত টেস্টে জসপ্রীত বুমরাহ খেলেননি। তৃতীয় টেস্টে মোহাম্মদ সিরাজকে সাবলীল ছিলেন না। সেক্ষেত্রে আর্শদ্বীপ যদি না খেলতে পারেন তাহলে বাধ্য হয়ে বুমরাহকে মাঠে নামাতে পারে ভারত। বুমরাহকে মুলত বেছে বেছে মাঠে নামানো হচ্ছে। চোট থেকে রক্ষা করতে ভারতীয় দল এমন ব্যবস্থা নিয়েছে।
তৃতীয় টেস্টে ভারত দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে। মাত্র ২২ রানে হেরে যায়।
