চতুর্থ ম্যাচেও হারলো ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি

ছয় ওভার বাউন্ডারি হাঁকানো গ্লেন ম্যাক্সওয়েল

পারলো না ওয়েস্ট ইন্ডিজ। বড় স্কোর জমা করেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচের জয়ের দেখা পেলো না স্বাগতিকরা। চার বল বাকি থাকতে ৩ উইেকেটে হেরেছে তারা।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ২০৫ রান করেছিল। জবাবে অস্ট্রেলিয়া ১৯.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রানকে টপকে জয় তুলে নেয়। এ হারের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সামনে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পাঁচ ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ৪-০তে এগিয়ে গেল।

২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই অধিনায়ক মিচেল মার্শের উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় বলে বিনা রানে আউট হন তিনি। কিন্তু পরের তিন ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল (৪), জশ ইংলিশ (৫১) ও ক্যামেরণ গ্রিণের অপরাজিত ৫৫ রান অস্ট্রেলিয়াকে জয়ের ভিত গড়ে দেয়।

বিধ্বংসী ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল।মাত্র ১৮ বলে ৪৭ রান করেন তিনি। একটা মাত্র বাউন্ডারি তার ইনিংসে। আর ওভার বাউন্ডারি আধডজন। কম যাননি, গ্রিন তিনটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরেছেন তিনি।

অস্ট্রেলিয়ার জয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের অবদান কম নয়। ১৬টি ওয়াইড বল করেছে তারা।

Exit mobile version